ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাজিল নিয়ে জ্যোতিষী উটের ভবিষ্যদ্বাণী  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩১, ২৭ জুন ২০১৮ | আপডেট: ১৬:৩৩, ২৭ জুন ২০১৮

Ekushey Television Ltd.

রাশিয়া বিশ্বকাপে জ্যোতিষী উট আর বিড়াল নিয়ে সবাই ব্যস্ত। আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হচ্ছে ব্রাজিল। ম্যাচটি শুরু হবে রাত ১২টায়। গতকাল আজের্ন্টিনা ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিল উট শাহিন। এবার ব্রাজিল নিয়ে ভবিষ্যদ্বাণী করলো। 

এর আগে আর্জেন্টিনা বনাম নাইজেরিয়া ও ক্রোয়েশিয়া বনাম আইসল্যান্ড ম্যাচ দুটি নিয়ে ভবিষ্যদ্বাণী করে অ্যালিকিস নামের একটি বিড়াল ও শাহীন নামের উট। তবে বিড়ালের দুটি ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হলেও মিলে গেছে উটের ভবিষ্যদ্বাণী। ইতিপূর্বে অবশ্য ভবিষ্যদ্বাণীতে উটের চেয়ে ঢের এগিয়ে ছিল বিড়াল। তা দেখে নেওয়া যাক সার্বিয়া-ব্রাজিল ম্যাচটি নিয়ে কী বলছে উট। 

উট শাহিন আর্জেন্টিনার মতো আজ ব্রাজিল সমর্থকদের জন্য সুখবর দিচ্ছে না। তার দাবি, আজ ব্রাজিল বনাম সার্বিয়া ম্যাচটি ড্র হবে।  

এটা হলে অবশ্য ব্রাজিলেরই ভালো। সেক্ষেত্রে দ্বিতীয় রাউন্ডের জার্মানির (গ্রুপ `এফ`-এর সম্ভাব্য রানার্স আপ) মতো শক্তিশালী দলের মুখোমুখি হতে হবে না নেইমারদের। কারণ ম্যাচটি ড্র হলে ব্রাজিল ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকবে। অন্য ম্যাচে কোস্টারিকার বিপক্ষে সুইজারল্যান্ড জয় পেলে ৭ পয়েন্ট নিয়ে তখন সুইসরাই টেবিলের শীর্ষে থেকে এফ গ্রুপের রানার-আপের মুখোমুখি হবে। ফলে তখন রানার-আপ হয়ে গ্রুপ `এফ`-এর সম্ভাব্য প্রতিপক্ষ মেক্সিকোর মুখোমুখি হতে হবে ব্রাজিলকে।

এসি

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি